করোনাকালে গ্রামের হতদরিদ্র মানুষের পাশে তারা

ইমাদ উদ দীন॥ বড় স্বপ্ন প্রত্যাশায় তারা ছোট ছোট কাজ বাস্তবায়নেই এগিয়ে যাচ্ছেন। মানুষ ও মানবতার কল্যাণে কাজ করছেন। প্রথমে বিচ্ছিন্নভাবে কাজ করলেও এখন তারা একটি সংগঠনের ব্যানারে একত্রিত হয়ে এই জনসেবামূলক কাজে নিবেদীত হয়েছেন।
করোনাকালে গেল মার্চ মাস থেকেই দেশ ও প্রবাসীদের সহায়তায় নিজ এলাকার হতদরিদ্র মানুষের পাশে সাধ্যানুযায়ী খাদ্য সহায়তা নিয়ে দাঁড়াচ্ছেন। জমদূত কোভিড-১৯ এর মহামারিতে অসহায় হয়ে পড়া কর্মহীন গ্রামীণ মানুষদের সহযোগিতা করছেন তারা। জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ওই সংগঠনের নাম বাগৃহাল প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা। গেল প্রায় ৩ মাস থেকে এই সংগঠনের সদস্যরা এপর্যন্ত প্রায় ৬ শতাধিক অসহায় হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। এবং এখনো এ ধারা অব্যাহত রেখেছেন। বাগৃহাল প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ কমিউনিটি লিডার সিদ্দিক হোসাইন রুবেল জানান আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও আমাদের কর্ম পরিকল্পনা হল টিলাগাঁও ইউনিয়ন কে দারিদ্র মুক্ত,শিক্ষিত ও আধুনিক স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। আমরা শুধুই ত্রাণ কাজে নিমজ্জিত থাকবনা। আমরা এরই মধ্যে টিলাগাঁও ইউনিয়নে একটি মহা বিদ্যালয় প্রতিষ্ঠা,প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসারসহ নানা মুখী পদক্ষেপ গ্রহণ ও উদ্যোগ নিয়েছি। আশা করছি অদূর ভবিষ্যতে এর সুফল পাবেন এই ইউনিয়ন তথা এলাকাবাসী। আমরা এজন্য সংগঠনের পক্ষ থেকে সকলের সার্বিক সহযোগিতা চাই। ৭ জুলাই মঙ্গলবার দুপুরে জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে বাগৃহাল প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা উদ্দ্যোগে বাগৃহাল গ্রামের মানুষের মধ্যে করোনা কালে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করে আলোচনাসভা ও হত দরিদ্র পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী সিদ্দিক হোসাইন রুবেলের সার্বিক তত্বাবধানে দ্বিতীয় বারের মতো এলাকার ৩ শতাধীক গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বাগৃহাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আরাফাত ছালাউদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সুলতান আহমদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম আহমেদ,আব্বাছ আলী,দেওয়ান চান্দ আলী, আব্দুল মুকিত সবুজ, জমশেদ মিয়া,মুক্তার মিয়া, সুমন আহমদ, শাহীন সুমন, সাজাবুর রহমান, আব্দুল কাইয়ুম,রুশন আহমদ,হাবিবুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া এসময় প্রবাস থেকে মুঠোফোনে সার্বিক খোঁজ খবর রাখেন সংগঠনের সভাপতি জহুর আলী ও সাধারণ সম্পাদক সিদ্দিক হোসাইন রুবেল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।
গত ৭জুলাই পাতাকুড়ির দেশ পত্রিকায় করোনাকালেও হতে দরিদ্রের পাশে তারা শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্চি। আসলে বাগৃহাল প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা প্রথম দফা গত১৭ই মে৬১ পরিবারকে সাহায্য করছে।এবং ৭ জুলাই ১০০টি পরিবারকে কিন্ত তারা নিউজে রিপোর্ট করেছ ৩০০ পরিবার।