করোনাকালে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান অব্যাহত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসন করোনাকালে কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দ্বিতীয় দিনেও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।
১৫ এপ্রিল মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজার পৌর এলাকার পশ্চিমবাজার, কুসুমবাগ ও সেন্ট্রাল রোড এলাকায় স্বাস্থ্যবিধি পালন নিশ্চিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি ও যথাযথ কর্তৃপক্ষের অন্যান্য নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ১২ মামলায় ৬ হাজার ৪‘শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনজিতকুমার চন্দ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।
মন্তব্য করুন