করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ইসমাইল মিয়ার জীবনের শেষ যাত্রার সাথী বোরহান উদ্দিন সোসাইটি

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ:) ইসলামী সোসাইটি মৌলভীবাজারের দাফন -কাপন ও সৎকার টিমের উদ্যোগে বুধবার ২৮ এপ্রিল মৌলভীবাজার সদর উপজেলার খালিশপুর গ্রামের মো. ইসমাইল মিয়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে শেখ বোরহান উদ্দিন রহ: ইসলামী সোসাইটির দাফন কাপন ও সৎকার টিম বেলা ৩টা হতে যাবতীয় ধর্মীয় রীতিনীতি ও স্বাস্থ্যবিধি মেনে বিকেল ৫টা ৩০ মিনিটে জানাজার মাধ্যমে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, দাফন কাপন ও সৎকার টিমের টিম লিডার আশরাফুল খাঁন রুহেল, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, দফতর সচিব সিরাজুল হাসান, সসংগঠনের অক্সিজেন সেবার জেলার টিম লিডার মো. সোহানুর রহমান, টিম মেম্বার মাহবুবুর রহমান খান অপু, মো. আল আমিন খান, সৈয়দ রেদোয়ান আহমদ, ইয়াছিন তালুকদার, জাকির হোসেন, রাজা মিয়া, রাহাদ খান রাফি প্রমুখ।
২০০১ সালে প্রতিষ্ঠিত আর্তমানবতার কল্যাণে নিয়োজিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শেখ বোরহান উদ্দিন রহ: ইসলামী সোসাইটি মৌলভীবাজার বিভিন্ন সমাজ উন্নয়নের পাশাপাশি করোনার দুঃসময়ে শুরু থেকে জেলার ৭টি উপজেলায় দাফন কাপন ও সৎকার এবং সাম্প্রতিককালে অক্সিজেন হোম সার্ভিস শুরু করেছে।
মন্তব্য করুন