করোনায় মারা গেছেন শ্রমিক নেতা সঞ্জিত কুমার দেব

স্টাফ রিপোর্টাপ॥ মৌলভীবাজারের শ্রমিক নেতা ও ব্যবসায়ী সঞ্জিত কুমার দেব করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। এছাড়া শমসেরনগর রোড ব্যবসায়ী সমিতির উপদেষ্টা এবং শমসেরনগর রোডের স্টার ফুয়েল ও স্টার ডেকোরেটার্সের স্বত্ত¦াধীকারি।
শুক্রবার ২৩ জুলাই রাত আড়াইটার দিকে তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন হন। পরে বাসায় তার চিকিৎসা চলছিলো। কিন্তু গত দুইদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মন্তব্য করুন