করোনায় মৃত্যুবরণকারী সৈয়দ সাইফুল ইসলামের দাফনে তাকরীম ফাউন্ডেশন শ্রীমঙ্গল টিম

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল পৌরশহরের মিশন রোড এলাকার বাসিন্দা পুবালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর জি,এম সৈয়দ সাইফুল ইসলাম, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা তেজগাঁও ইমপালস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট সোমবার বিকাল ৫.৩০ মিনিটে মৃত্যুবরণ করেন।
মৃতের পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক লাশ দাফন এর জন্য তাকরীম ফাউন্ডেশন শ্রীমঙ্গল টিমের শুভাকাঙ্কী শ্রীমঙ্গল থানা জামে মসজিদ এর মোয়াজ্জিন ক্বারী আখলিছুর রহমান এর সাথে যোগাযোগ করেন। পরে ক্বারী মোঃ আখলিছুর রহমান কোভিড-১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত রোগে) দাফন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফাউন্ডেশন এর শ্রীমঙ্গল উপজেলা টিম প্রধান মোঃনুর আলম নুরু ও শ্রীমঙ্গল উপজেলা টিম সমন্বয়কারী আব্দুল ওয়াহিদ এর সাথে যোগাযোগ করেন।
শ্রীমঙ্গল উপজেলা টিম প্রধান ও শ্রীমঙ্গল উপজেলা টিম সমন্বয়কারী জেলা টিম প্রধান সাইফুল ইসলাম সরকার ও জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ এর সাথে যোগাযোগ করলে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাবরীনা রহমান এর অনুমতি ও নির্দেশনায় সংগঠনের সদস্যগন লাশ দাফনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন,১৭ আগস্ট মংঙ্গলবার সকাল ৯.৩০ মিনিটে ঢাকা থেকে আল মারখাজুল ইসলামী বাংলাদেশ নামীয় সংগঠনের এম্বুলেন্স যোগে লাশ এসে পৌঁছালে সকাল ১০ ঘটিকার সময় ১ম জানাযার নামাজ শ্রীমঙ্গল থানা জামে মসজিদ প্রাঙ্গণে শারীরিক দূরত্ব বজায় রেখে সাস্থ্যবিধি মেনে অনুষ্টিত হয়। জানাজার উপস্থিত হন মৃতের আত্বীয় স্বজন,পুবালী ব্যাংক বিভিন্ন শাখার কর্মকতা বৃন্দ,এলাকাবাসী ও তাকরীম ফাউন্ডেশন এর সদস্যগন পরে মৃত সৈয়দ সাইফুল ইসলামের লাশ এম্বুলেন্স যোগে মৌলভীবাজার পৌরশহরের বড়কাপন এলাকায় নিয়ে যাওয়া হয় এবং দুপুর ২ঘটিকায় মরহুমের নিজ বাড়ি সংলগ্ন বড়কাপন পান্জেগানা জামে মসজিদ প্রাঙ্গণে ২য় জানাযার নামাজ অনুষ্টিত হয়,জানাযার নামাজ এর পর মৃত সাইফুল ইসলামকে তার পারিবারিক কবরস্থান বড়কাপনে দাফন করা হয়। এসময় তাকরীম ফাউন্ডেশন এর টিম প্রধান,মোঃনুর আলম নুরু,মাওলানা আজিজুর রহমান,লুৎফুর রহমান পাভেল,মোঃ নাছির আহমদ, মোঃএনামুল হক ছোটন,মোঃনাজিমুল হক শাকিল,আকরাম হোসেন অলী ও তাকরীম ফাউন্ডেশন এর শুভাকাঙ্ক্ষী ক্বারী মোঃআখলিছুর রহমান এবং তাকরীম ফাউন্ডেশন এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার,টিম সমন্বয়কারী সুমন আহমদ ও স্বপন চৌধুরী উপস্থিত ছিলেন। উল্ল্যেখ্য যে,মৃত সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলার সুনামধন্য চিকিৎসক মরহুম ডাঃসৈয়দ আব্দুল মালিক এর ছেলে,মৌলভীবাজার জেলা জজকোর্ট এর সাবেক জিপি মরহুম আব্দুল মতিন এর ভাতিজা ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক, দ্বারিকা পাল ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক এর ভাগ্না।
মন্তব্য করুন