করোনায় শতবর্ষী বৃদ্ধের মৃত্যু

August 6, 2021,
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলায় করোনাভাইরাসে  আক্রান্ত হয়ে ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে পরীনগরস্থ নিজ বাড়িতে মো. হাবিব উল্লাহ (১১০) মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে গত জুলাই মাস থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ মহিলাসহ মোট ২০ জনের মৃত্যু হয়েছে।
জানা যায়, কুলাউড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের পরিনগর নিবাসী মো. হাবিব উল্লাহ গত ৪ আগস্ট কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়ার পর তিনি তার নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মারা যান।
পরদিন শুক্রবার ৬ আগস্ট সকাল ১০টায় কুলাউড়া কোভিড-১৯ লাশ দাফন টিমের লিডার ইকবাল হোসেন সুমন ও সহকারী লিডার হাফিজ আব্দুল কাইয়ুমের নেতৃত্বে টিমের পুরুষ সদস্যরা জয়পাশাস্থ হজরত শাহ কামাল (র.) মাজার সংলগ্নস্থানে মরহুমে দাফন কাজ সম্পন্ন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com