করোনায় সীমিত হচ্ছে দূর্গ পূজার আয়োজন : প্রতিমা তৈরি শেষে, চলছে সাজের কাজ

October 17, 2020,

স্টাফ রিপোর্টার॥ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এ বছর করোনার কারণে সীমিত করা হয়েছে। ঘরে ঘরে দেবী দুর্গার আগমনী বার্তা। কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। দেবী দুর্গাকে স্বাগত জানাতে মৌলভীবাজারে মূর্তি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। মন্ডপে মন্ডপে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। প্রতিমা তৈরি শেষে এখন চলছে রং তুলির আঁচর।
২২ অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হবে এবং ২৬ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে।
মৌলভীবাজার জেলায় এবার ৯৬৯ টি পূজা মন্ডপে পুজা হচ্ছে, তার মধ্যে সার্বজনী পূজা ৮৪২ টি এবং ব্যক্তিগত ১২৭ টি। করোনাভাইরাসের কারণে এবারে স্বাস্থ্যবিধি মেনে পূজা করতে হবে। এ সম্পর্কিত ২৬টি নির্দেশনা রয়েছে। তাই আয়োজকরা পূজার আয়োজন সীমিত করেছেন।
করোনা পরিস্থিতিতে কিভাবে দুর্গাপূজা হবে সে অনিশ্চয়তা মাথায় নিয়েই মৌলভীবাজারের বিভিন্ন পূজা মন্ডপে তৈরি হচ্ছে প্রতিমা। কাঁদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা দেবী দুর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। প্রতি বছর যেখানে বড় বড় মূর্তি হত এবার করোনার কারনে ছোট ছোট মূর্তি হচ্ছে, তাছাড়া মূর্তির কাজ কমে যাওয়াতে বিপাকে পরেছেন মৃৎশিল্পীরা।
মৌলভীবাজার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের পৌর শাখার সাধারন সম্পাদক এডভোকেট পার্থ সারর্থী পাল বলেন মৃৎশিল্পীরা মূর্তি বানিয়ে তাদের সংসার চালায়, কিন্তু করোনা ভাইরাসের কারনে এবার দূর্গাপুজায় তাদের অবস্থা নাজুক, প্রধানমন্ত্রী মৃৎশিল্পীদের প্রতি সুদিষ্টি দিলে এই শিল্পকে বাঁচিয়ে রাখা যাবে।
মৌলভীবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমেশ দাশ যীশু বলেন বিগত বছরে প্রায় এক হাজারের মত পূজা হয়েছে, এবার করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে সুন্দর ভাবে পূজা পালন করতে গিয়ে মন্ডপের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। সার্বজনীন উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সবার সহযোগীতা প্রয়োজন বলে মনে করছেন।
পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ জানান, দুর্গোৎসব যাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক প্রস্তুতি রয়েছে। তাই পূজাকে সামনে রেখে এখন থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com