করোনা উপসর্গ নিয়ে মহিলার মৃত্যুর দাফনে কাজে তাকরীম ফাউন্ডেশন

August 11, 2021,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বরমান গ্রামের আমিরুন্নেছা (৬৫) করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাত ১০.১৫ মিনিটে মৃত্যুবরণ করেন।
মৃত আমিরুন্নেছার পরিবার থেকে পক্ষ থেকে ইমরান আহমদ ও আজিজুল ইসলাম কোভিড-১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত রোগে) দাফন কাজে নিয়োজিত স্বে”ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ এর সাথে যোগাযোগ তিনি তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার এর সাথে যোগাযোগ করলে টিম প্রধান লাশ দাফন এর প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণের জন্য মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাবরীনা রহমান এর অনুমতি সাপেক্ষে স্বা¯’্যবিধি মেনে দাফনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
মঙ্গলবার ৯ আগস্ট আর রাতেই তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর মহিলা সদস্য সুমা চৌধুরী,ফারজানা আক্তার ও শাবানা বেগম মৃত আমিরুন্নেছার গোসল ও কাফন এর প্রয়োজনীয় কাজ সম্পাদন করেন। ১০ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় শারীরিক দূরত্ব বজায় রেখে মরহুমের নিজ বাসভবনের সম্মুখে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মৃত আমিরুন্নেছাকে তার পারিবারিক কবর¯’ানে দাফন করা হয়। এসময় তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার,টিম সমন্বয়কারী সুমন আহমদ,সিনিয়র সদস্য,মোঃ সাজন আহমদ,হাফেজ বদরুল ইসলাম, শাহিন আহমদ,মোঃ জসিম উদ্দিন,মোঃজবরুল ইসলাম স্বপন চৌধুরী উপ¯ি’ত ছিলেন। উল্ল্যেখ্য যে, মৃত আমিরুন্নেছা মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের বরমান গ্রামের তাজুল ইসলামের সহধর্মিণী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com