করোনা ভাইরাস নিয়ে জনসাধারণ কে সচেতনতা বাড়াতে সভা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভায় পৌর মেয়র মো: ফজলুর রহমানের উদ্যেগে করোনা ভাইরাস নিয়ে জনসাধারণ কে সচেতনতা বাড়াতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ২৯ জুন দুপুরে পৌরসভার হল রুমে পৌর মেয়রের সভাপতিত্বে পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের প্রতিনিধিদের সাথে আলোচনা হয়।
এসময় মেয়র ফজলুর রহমান বলেন পাঁচ নং ওয়ার্ডের জনসাধারণ কে সচেতনতা বাড়াতে,বাজার এলাকায় ও গোলবাগ এলাকায় নিয়ম মাফিক ব্যাবসা প্রতিষ্ঠান এবং এলাকায় চারটার পরে লকডাউন করা প্রয়োজন।
মেয়রের সাথে এক মত হয়ে পাঁচ নং ওয়ার্ডের গোলবাগ এলাকার সমাজসেবক ও যুবসমাজের নয়ন মনি আগামী পৌর নির্বাচনের কাউন্সিলর প্রার্থী মো: দেলোওয়া হোসেন বলেন এলাকার সকল ব্যাবসায়ী ভাইদের অনুরোধ এলাকার যুবকদের প্রতি অনুরোধ আমরা যেন সবাই লকডাউন মানি এবং আইনশৃঙ্খলা মেনে চলি । মেয়র মহোদয় কে ধন্যবাদ জানাই শত বেস্ততার মাঝে তিনি প্রান পন চেষ্টা করে যাচ্ছেন যে পৌরবাসী যেন সুস্থ থাকে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এবং এলাকাবাসীর সেবা করতে পারেন ।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মনবির রায় মঞ্জু,ব্যাবসায়ী কামরান আহমদ,সুমন আহমদ,নাঠ্যকার সুভাষ পাল কানু প্রমুখ।
মন্তব্য করুন