করোনা রোগীদের সেবা ও দাফন-কাফন সম্পাদনে মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিম গঠন

August 1, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা, করোনায় আক্রান্তদের সেবা-সুশ্রুষা, মৃত রোগীদের গোসল, জানাজা ও দাফন-কাফন সম্পন্নের লক্ষে ১৫ জন আলিম-উলামার সমন্বয়ে গঠিত হয়েছে মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিম। শুক্রবার রাতে দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাওছার আহমদকে প্রধান করে এ টিম গঠিত হয়েছে।
মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিমের সদস্যবৃন্দ হলেন- মাও. আনোয়ার হুসাইন, মোহাম্মদ আলী, শামছুল হক, নাসির উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ, খলিল উল্লাহ, ফয়ছল আহমদ, আবুল হাসান, হাফেজ জালাল উদ্দিন, সাবিত আলী, রায়হান আহমদ, মামুনুর রশিদ, সালাহ উদ্দিন সাহেল ও শায়খুল ইসলাম।
মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিমের প্রধান (টিম লিডার) অধ্যক্ষ মাওলানা কাওছার আহমদ জানান, করোনা পরিস্থিতি বর্তমানে ভয়ানক রূপ ধারণ করেছে। এমতাবস্থায় সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকারের একার পক্ষে করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয়। তাই আমরা কয়েকজন আলিম-উলামা মিলে করোনা সংক্রান্ত সবধরণের সাহায্য সহযোগিতা করার অঙ্গীকার নিয়ে কোভিড কো-অপারেশন টিম গঠন করেছি। শনিবার সকাল থেকেই আমরা কার্যক্রম শুরু করেছি। দিক নির্দেশনা নিতে ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আমরা মতবিনিময় করেছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com