কর্নেল আব্দুল্লাহ আল মোনায়েম পিপিএমকে সংবর্ধনা
February 13, 2019,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল ৪৬ বিজিবি কমান্ডার লে. কর্নেল আব্দুল্লাহ আল মোনায়েম পিপিএমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
১২ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স রুমে বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
বিদায়ী লে. কর্নেল আব্দুল্লাহ আল মোনায়েম বলেন, বর্ডার দিয়ে প্রচুর মাদক আসছে, তা বন্ধ করতে হলে সবাইকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। মাদক নির্মূল করতে হলে মাদক ব্যবসায়ীসহ মাদক সেবনকারীদের আইনের আত্ততায় নিয়ে আসতে হবে।
এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার এসপি মোহাম্মদ শাহ্জালাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব প্রমুখ।
মন্তব্য করুন