কাঁদছে জেলাবাসী কাঁদছে স্বদেশ বিদেশ সৈয়দ মহসীন আলী স্মরনে
April 22, 2016,
মকিস মনসুর, কার্ডিফ ইউকে
তুমি চলে গেলে আজ না ফেরার দেশে থাকবে তোমার কর্মে তুমি জনতার হৃদয়ে বাবা রেখেছিলেন নাম সৈয়দ মহসীন আলী সমাজ সেবায় রেখেছো তুমি উজ্জ¦ল গণমূখী রাজনীতি মৌলভীবাজার জেলা আর সিলেট বিভাগ আন্দোলনে দিয়েছো নেতৃত্ব তুমি জনতার অগ্রভাগে। রাজনৈতিক অঙ্গন, সামাজিক আর সাংস্কৃতিক মহলে তুমি থাকবে জেলাবাসীর আলোর দিশারী হয়ে পৌরপতি ও এমপি থেকে হয়েছো মন্ত্রী জনতার নিকট ছিলে তুমি হৃদয়ের আলী মৌলভীবাজারের মত তোমায় মন্ত্রী-পাড়ার বাড়ী খোলা থাকবে সবার জন্য দিবারাত্রী দুর্নিতরি কলংক তোমাকে করেনি স্পর্শ ৭১ এর বীর মুক্তিযোদ্ধা তুমি জাতির গর্ব তোমার মৃত্যুতে কাঁদছে জেলাবাসী, কাদছে স্বদেশ বিদেশ থাকবে তুমি মানুষের হৃদয়ে চীর অম্লান হয়ে দেশে বিদেশে পেয়েছো তুমি অনেক সম্মান বিদায় বেলায় তোমাকে জানাই শোকার্ত হৃদয়ের শ্রদ্ধ।
মন্তব্য করুন