কার ও মোটর সাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে প্রাণনাশের চেষ্টা, থানায় মামলা দায়ের

March 27, 2023,

স্টাফ রিপোর্টার॥ প্রাইভেট কার চালিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় কার ও মোটর সাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আব্দুল আজিজ ইমন (২০) নামের এক যুবক গুরুত্বর আহত হয়েছেন।

শুক্রবার ২৪ মার্চ বিকেলে শহরের শাহমোস্তফা সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ্য করে সদর থানায় মামলা দায়ের করেছেন ভূক্তভোগী।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শাহ মোস্তফা রোডে জায়েদ হোসাইন প্রাইভেট কার চালিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় আব্দুল আজিজ ইমনের মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথাকাটি হয়। এক পর্যায়ে জায়েদ হোসাইন ও সানি মিয়া কার থেকে লোহার রড নিয়ে নেমে আব্দুল আজিজ ও রাব্বি হাসান রাহিকে এলোপাতারি মারধর করতে শুরু করে।

একপর্যায়ে জায়েদ হোসাইন গাড়ি থেকে দা বের করে প্রাণে হত্যার উদ্দেশ্যে ইমনের মাথা লক্ষ্য করে কোপ মারলে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এলোপাতারি রডের আঘাতে তার সমস্ত শরীরে জখম হয়। এক পর্যায়ে ইমন মাটিতে পরে গলে হাতে থাকা একটি অ্যাপল সেভেন সিরিজের একটি স্মার্ট ঘড়ি ও সাথে থাকা মানি ব্যাগে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীরা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান।

এঘটনায় আব্দুল আজিজ ইমন বাদি হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন একাটুনা ইউনিয়নের বরমা গ্রামের কামাল মিয়ার ছেলে জায়েদ হোসাইন এবং কাজিরগাঁও এলাকার বশির মিয়ার ছেলে সানি মিয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com