কীটনাশক পানে চা শ্রমিকের আত্মহত্যা

October 9, 2016,

মাহবুবুর রহমান রাহেল॥  শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জের ধরে রতন চাষা (২৩) নামে এক চা শ্রমিক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। শনিবার ( ৮ অক্টোবর ) সকাল সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রতন চাষা  শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগনের বকুল চাষার  ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারিক কলহের জের ধরে  শুক্রবার রাতে রতন চাষা কীটনাশক পান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা রাতেই তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান চিকিৎসাধীন অবস্থায় শনিবার  সকালে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ পরিদশক (এএসআই) নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com