কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
কুলাউড়া প্রতিনিধি॥ কুলউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুলাউড়া থানা সুত্রে জানা যায়, শুক্রবার ৩ মে রাত সাড়ে ১০টায় কুলাউড়া শহরের পৌর এলাকার শিবির রোডের শফিক অটো ফার্নিচার নামক একটি প্রতিষ্টানের সামনে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য হৃদয় আহমদ বাহার (৩০), আল আমিন (৩৭) ও সাজু মিয়া (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় পুলিশ গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১টি খেলানা পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার, মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন লোক শিবির রোড এলাকায় অবস্থান করছে, এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন