কুলাউড়ায় হাজীপুর ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

August 18, 2024,

মাহফুজ শাকিল॥ কুলাউড়ার হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ বক্সের পদত্যাগ দাবিতে ১৮ আগস্ট রোববার, দুপুর ১ টায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগণ। এসময় শিক্ষার্থীরা চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, লুটপাট, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, অসদাচরণের বিরুদ্ধে তাঁর অপসারণ চেয়ে স্থানীয় কটারকোনা বাজারে শত-শত বৈষম্যবিরোধী ছাত্র ও বিক্ষুদ্ধ জনতা চেয়ারম্যান ওয়াদুদ বক্সের পদত্যাগ চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বলেন, চেয়ারম্যান ওয়াদুদ বক্স কর্তৃক সরকারি সম্পদ আত্মসাৎ বন্ধ করতে হবে, চেয়ারম্যান কর্তৃক জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি ২০০ টাকা আদায় বন্ধ করতে হবে, বিচারের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে, নিরীহ মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র তারেক আহমদ, জয়নুল ইসলাম, রহিম রহমান, রায়হান আহমদ, ফাহমিদা ইয়াছমিন, সুমাইয়া আক্তার, সিমলা আক্তার, সুলেমান আহমদ, হাসানুজ্জামান রায়হান, নাজমুল ইসলাম, তানজিদ আহমদ, জালালুর রহমান, জীবন দাস, রোহান আহমদ, নাহিদ আহমদ ও এলাকাবাসীর পক্ষে হারুনুর রশীদসহ অনেকে বক্তব্য দেন।

খোঁজ নিয়ে জানা যায়, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ বক্স গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে এলাকায় নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেন। এতদিন তার ভয়ে সাধারণ জনগণ মুখ না খুললেও সরকার পরিবর্তন হওয়ার পর থেকে চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। এতে ইউনিয়নের জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স বলেন,আমার প্রতিপক্ষরা শিক্ষার্থীদের উসকিয়ে দিয়ে এই আন্দোলন করাচ্ছে। আমি ষড়যন্ত্রের শিকার। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন বলেন, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করবো। পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com