কুলাউড়ার হাসনপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
May 9, 2024,
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের হাসনপুর গ্রাম থেকে তুহিন খান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ মে মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে প্রেরন করেছে। নিহত যুবক হাসনপুর গ্রামের মৃত ফিরোজ খানের পুত্র। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নিহতের স্ত্রীকে থানায় আনা হয়েছে। তবে ঘটনাটি হত্যা না আত্নহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত তুহিনের মায়ের অভিযোগ তুহিনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে স্ত্রী।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।
মন্তব্য করুন