কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের নব-নির্বাচিত পরিষদের দায়িত্বভার গ্রহন

কুলাউড়া অফিস॥ কাদিপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাবৃন্দের দায়িত্বগ্রহণ উপলক্ষে মিলাদ মাহফিল ও আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কাদিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কাদিপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান ছালামের সভাপতিত্বে ও ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আজিজুর রহমান শেফুলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুকিম উদ্দিন আহমদ, ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশর মিয়া, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু, জাবদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ছিদ্দেক আলী। সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেসমিন বেগম, বেদেনা বেগম, রেখা দাস, ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সদস্য মোঃ জসিম উদ্দিন, ২ ওয়ার্ড সদস্য আজিজুল ইসলাম টিটু, ৩নং ওয়ার্ড সদস্য সাজু মিয়া, ৪ নং ওয়ার্ড সদস্য মনির মিয়া, ৫নং ওয়ার্ড সদস্য গোলাম মোস্তফা, ৬নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম ইরা, ৭নং ওয়ার্ড সদস্য হারুন মিয়া, ৮নং ওয়ার্ড সদস্য সাতির মিয়া, ৯নং ওয়ার্ড সদস্য আজাদ মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উত্তর হোসেনপুর জামে মসজিদের ইমাম মজির উদ্দিন। গীতা পাঠ করেন ডাঃ প্রদীপ দাস। নবনির্বাচিত চেয়ারম্যানকে পুষ্পমাল্য দিয়ে শুভেচ্ছা জানান কাদিপুর ইউপির তথ্য কেন্দ্রের উদ্যোক্তা সুকুমার মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড সদস্য আজিজুল ইসলাম টিটু।
মন্তব্য করুন