কুলাউড়ার তরুন সাংবাদিক শাকির আহমেদ আর নেই

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার তরুন সাংবাদিক শাকির আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। শুক্রবার ৬ আগস্ট রাত সাড়ে ৮ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক শাকির আহমেদ হঠাৎ বুকে ব্যথা অনুভুত হলে কুলাউড়ায় এক চিকিৎসকের প্রাইভেট চেম্বারে নিয়ে যাওয়া হয়। চেম্বারে তাঁর ইসিজি করার পর দ্রুত সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর বিষয়টি তাঁর পারিবার ও সহকর্মীরা নিশ্চিত করেন।
সাংবাদিক সাকির রেখে গেছেন তার স্ত্রী, এক ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী। সর্বশেষ সাকির কর্মরত ছিলেন দৈনিক নয়া শতাবদী ও ডেইলি বাংলাদেশ টুডে পত্রিকায়।
এদিকে, শাকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার সহকর্মীরা।
মন্তব্য করুন