কুলাউড়ার পৃথিমপাশায় গরু সিএনজি চালিত অটোরিক্সাসহ ৩ গরু চোর আটক
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে সিএনজি অটোরিক্সা যোগে একটি গরু চুরি করে নিয়ে যাবার সময় ৩ জনকে আটক করেছে জনতা।
১৯ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৫টার দিকে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর থেকে একটি গরু সিএনজি চালিত অটোরিক্সা যোগে চুরি করে নিয়ে যাবার সময় একই উ্পজেলার টিলাগাঁও ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে এক সিএনজি অটোরিক্সা চালক কালা মিয়ার সন্ধেহ হলে গাড়িসহ চোরদের আটক করে রবিরবাজারে নিয়ে আসলে তাদেরকে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদে রাখা হয়। জিঙ্গাসাবাদের পর সাবাজ মিয়া(২৪),সামছুল মিয়া(২৫) ও মুরাদ মিয়া(২৬)কে পুলিশে সোপর্দ করা হয়। এদের মধ্যে সামছুল এর বাড়ি মৌলভীবাজার সদরে ও মুরাদ মিয়ার বাড়ি জুড়ি উপজেলায়।
পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাখর খান হাসনাইন বলেন জিঙ্গাসাবাদের পর তাদেরকে পুলিশে সোপর্দ করা হবে।
কুলাউড়া থানার এসআই রাজিব এসে চোরদের নিয়ে যান।
মন্তব্য করুন