কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

August 8, 2016,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন চেয়ারম্যান হিসেবে পরিষদের দায়িত্বভার গ্রহণ করেছেন। ৪ আগস্ট সকাল ১১টায় ইউনিয়ন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমানের উপস্থিতিতে বিদায়ী চেয়ারম্যান রফিক আহমদের কাছ তিনি দায়িত্ব বুঝে নেন। পরে দায়িত্বগ্রহণ শেষে ইউনিয়ন প্রাঙ্গনে এক সুধি সমাবেশে নব-নির্বাচিত চেয়রাম্যানকে এক গণ সংবর্ধনা প্রদান করা হয়।নব-নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা হারুনুর রশিদদ, ছুটই আহমেদ ও ছাত্রলীগ নেতা ইসলাম উদ্দিনের যৌথ পরিচালনায় সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা যুবলীগের সভাপতি ও মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি বদরুল ইসলাম (বদর), ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন (লেচু মিয়া), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মনছব মিয়া, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান খয়রুল আলম সুন্দর, সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট এ.এন.এম খালেদ লাকি, ইউসুফ গণি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ আলম, প্রভাষক এ.এনএম. আলম, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, হিঙ্গাজিয়া উচচ বিদ্যালয়েল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান আতা.  উপজেলা ছাত্রলীগের আব্দুল মুতলিব, বাংলাদেশ টি এষ্টেট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্্ মোহাম্মদ জাকারিয়া, ব্রাহ্মণবাজার তরুণ সংঘের সভাপতি মোস্তাফা মাহমদু সহ নব-নির্বাচিত সদস্য/সদস্যা এবং স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। নব-নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন তার বক্তব্যে বলেন-আগামী ৫ বছরের জন্য এই ইউনিয়নের লোকজন আমাকে মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন। ইনশাল্লাহ তাদের দেয়া আমানত আমি অক্ষরে অক্ষরে পালনের চেষ্ঠা করব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com