কুলাউড়ার রাউৎগাঁও প্রাথমিক স্কুলে মিড ডে মিল উদ্বোধন
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিঃস্ব সহায়ক সংস্থার (এনএসএস) উদ্যোগে ১৮ মে বৃহস্পতিবার মিড ডে মিল চালু করা হয়েছে। সংস্থার নির্বাহী পরিচালক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সাবেক রেজিষ্টার জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সংস্থার কো-অডিনেটর রাউৎগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফজলে মৌলা চৌধূরী ফুয়াদের পরিচালনায় মিড ডে মিল এর উদ্বোধন করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌঃ মোঃ গোলাম রাব্বী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারঃ) মাসুদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা বেগম চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির সদস্য ছিদ্দিকুর রহমান চৌধুরী নামু, মাফিকুর রহমান, বদরুল ইসলাম হেলাল, খন্দকার হাবিবুর রহমান দুদু, এসএসএস এর সহসভাপতি মোশরাফুল করিম চৌধুরী, শিক্ষক জলি চৌধুরী, মোঃ সাইফুল আলম মাছুম, নাদিয়া সুলতানা, ফৌজিয়া হোসেন লুপা, তানজিনা আফরিন, আইরিন সুলতানা, সাংবাদিক শ্যামা কান্ত দেব প্রমুখ। অনুষ্ঠানে ইউএনও গোলাম রাব্বী সংস্থার প্রশংসা করে বলেন মিড ডে মিলের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া রোধ ও পুষ্টি যোগান দেয়া সম্ভব হবে।
মন্তব্য করুন