কুলাউড়ার রাজাক মাস্টারের দাফন সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের বালিশ্রী গ্রামের বাসিন্দা আ’লীগ নেতা, কর্মধা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রাজ্জাক এর দাফন সম্পন্ন হয়েছে। ১৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় মরহুমের বাড়ির সম্মুখে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জানাযার নামাজ শেষে পঞ্চায়েতি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযার নামাজে কুলাউড়ার জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এর আগে বুধবার বেলা সাড়ে ৩ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬হিৃ. রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যু অবধি তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শোক প্রকাশ : শিক্ষক আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোকঔ ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন সাবেক এমপি এম এম শাহীন, কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এএসএম সিদ্দিক আহমদ লোকমান, মৌলভীবাজার জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও দি চেম্বার অব কমার্সের পরিচালক জাফর আহমদ গিলমান, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মহিব উদ্দিন চৌধুরী, কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান, সাবেক ইউপি সদস্য মোঃ লুৎফুর রহমান, কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতা পারভেজ রশীদ খাঁন ও লুৎফুর রহমান বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম জহির, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, কেবিসি টিভির প্রধান বার্তা সম্পাদক এম. আতিকুর রহমান আখই, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, বঙ্গবন্ধু পরিষদের আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ আশফাক তানভীর, সাধারন সাধারন সম্পাদক মাহফুজ শাকিল,সাংবাদিক এইচ ডি রুবেল প্রমুখ।
মন্তব্য করুন