কুলাউড়ার ৬ ইউনিয়নে সংরক্ষিত আসনে জয়ী হলেন যারা

May 10, 2016,

এম. মছব্বির আলী॥ কুলাউড়ার ৬ ইউনিয়নে সংরক্ষিত আসনে সদস্য নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন,

ভাটেরা ইউনিয়নে সংরক্ষিত ১ নং আসনে ৪ প্রার্থীর মধ্যে আয়নব বেগম (সূর্যমুখী ফুল) ৮০৯ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি মমতা বেগম (মাইক) ৭৬৪ ভোট পান। ২নং আসনে ২ প্রার্থীর মধ্যে মোছাঃ হেনা বেগম (কলম) ১৩৬৯ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি রেজিয়া আক্তার (বই) ৬৩৪ ভোট পান। ৩ নং আসনে ৩ প্রার্থীর মধ্যে হেনা বেগম (তালগাছ) ১৩০১ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি লাকি বেগম (বই) ৫৩২ ভোট পান।

কর্মধা ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ৩ প্রার্থীর মধ্যে লায়লা বেগম (তালগাছ) ২,০২৫ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম হাওয়ারুন বেগম (সূর্যমুখী ফুল) ১৬২৮ ভোট পান। ২ নং আসনে ৪ প্রার্থীর মধ্যে শিল্পী রানী দেব (মাইক) ৩২৮২ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি ফাতেমা জান্নাত (তালগাছ) ৮৮৯ ভোট পান। ৩ নং আসনে ৬ প্রার্থীর মধ্যে লক্ষি রানী গোয়ালা (বক পাখি) ২২৫০ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি কলছুমা বেগম (মাইক) ৯৯৪ ভোট পান।

পৃথিমপাশা ইউনিয়নে সংরক্ষিত ১ নং আসনে ৩ প্রার্থীর মধ্যে রেজিয়া খানম (বই) ২৭২৭ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি দিলারা বেগম (কলম) ১৫৬৩ ভোট পান। ২ নং আসনে ২ প্রার্থীর মধ্যে আমিনা খাতুন (বই) ২১৮০ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি আমেনা আক্তার (কলম) ১৬৮৫ ভোট পান। ৩ নং আসনে ২ প্রার্থীর মধ্যে রেখা সূত্র ধর (সূর্যমুখী ফুল) ৩১১১ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি সুতিনা বেগম পেয়েছেন (কলম) ৬০০ ভোট পান।

 টিলাগাঁও ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ৪ প্রার্থীর মধ্যে প্রিয়া বেগম মনি (বই) ১৫৪৭ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি অঞ্জলী রানী নাথ (সুর্যমুখী ফুল) ১৩০১ ভোট পান। ২নং আসনে ৩ প্রার্থীর মধ্যে শিবানী রানী ধর (তালগাছ) ২৭২৮ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি শেলী রানী দত্ত (বই) ১১৬০ ভোট পান। ৩নং আসনে ৩ প্রার্থীর মধ্যে মেহেরজান বেগম (বক) ২০৫৭ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি অঞ্জলী নাইডু (হেলিকপ্টার) ১৮৭৩ ভোট পান।

 হাজীপুর ইউনিয়নে সংরক্ষিত ১ নং আসনে ২ প্রার্থীর মধ্যে প্রনতি আচার্য্য (বই)  ২৩৭০ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি সুলেখা রানী রায় (তালগাছ) ১০৮৬ ভোট পান। ২ নং আসনে ৩ প্রার্থীর মধ্যে মাধবী রানী দেব (মাইক) ২৮২৩ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি আনোয়ারা বেগম রুবি (সুর্যমুখী ফুল) ৮৬১ ভোট পান। ৩ নং আসনে ৬জন প্রার্থীর মধ্যে রাবেয়া বেগম (তালগাছ)  ৩২৬৪ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি রতœা রানী পাল (বই) ৬৬৮ভোট পান।

শরীফপুর ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ৩ প্রার্থীর মধ্যে রাবেয়া বেগম (তালগাছ) ৩৫২৩ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি পারভিন আক্তার (বই) ৭৮০ ভোট পান। ২নং আসনে ৫ প্রার্থীর মধ্যে বিশখা কানু (মাইক) ১২২৭ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি অর্পনা রায় (বই) ৬৭৬ ভোট পান।

৩ নং আসনে ৩ প্রার্থীর মধ্যে নিপা রানী দাস (তালগাছ) ১৪৯৬ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি রুসনা বেগম (সূর্যমুখী ফুল) ১০২৩ ভোট পান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com