কুলাউড়ায় অমিত হাবিব স্মরণে দোয়া মাহফিল

August 10, 2022,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রখ্যাত সাংবাদিক-কলামিষ্ট প্রয়াত অমিত হাবিব এর স্মরণে ও রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১০ আগস্ট বিকেলে কুলাউড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে প্রেসক্লাবের সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সদস্য মছব্বির আলী, আব্দুল কুদ্দুছ, সাইদুল হাসান সিপন, তারেক হাসান, এইচডি রুবেল, সুমন আহমদ, ইউসুফ আহমদ ইমন ও দেশ রূপান্তরের কুলাউড়া প্রতিনিধি এস আর অনি চৌধুরী প্রমুখ।
দোয়া পরিচালনা করেন কুলাউড়া থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আব্দুছ ছালাম।
এ ছাড়া প্রেসক্লাবের সভায় প্রতি মাসের ১০ তারিখ কুলাউড়া প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com