কুলাউড়ায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সালামের উপর সন্ত্রাসী হামলা-আহত-৩
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সালাম ১৬ মে মঙ্গলবার গভীর রাত আনুমানিক ১টায় এক সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার সময় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তার ব্যবহৃত গাড়ী। স্থানীয় সুত্র জানায়, ইউনিয়নের ঢুলিপাড়া বাজারে ১৫ মে সোমবার রাতে দুটি দোকান চুরি হয়। বাজার কমিটির নেতৃবৃন্দ বিষয়টি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করলে পরদিন রাত আনুমানিক ১২টায় ঘটনাস্থলে যান। চেয়ারম্যানসহ উপস্থিত বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ নৈশ প্রহরীর বক্তব্য শুনেন। নৈশ প্রহরী ঘটনার রাতে বাজারের পার্শ্ববর্তী বাসিন্দা শামীমসহ ২ জনকে দেখতে পায়।
বৈঠক শেষ করে ফেরার মুহুর্তে কতিপয় সন্ত্রাসী চেয়াম্যানের উপর অতর্কিতে হামলা চালায়। এতে চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সালাম এবং তার গাড়ী চালক সুমন মিয়া গুরুতর আহত হন। এসময় বিতর্কিত ওই শামীমও আহত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে। আহতদের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাদের সিলেট ও মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করা হয়। হামলাকালে চেয়ারম্যানের ব্যবহৃত গাড়ী ও একটি দোকান ভাঙচুর করে হামলাকারীরা।
ঘটনার সময় চেয়ারম্যানের সাথে থাকা কাদিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম হীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন জানান, চেয়ারম্যানসহ ৩ জন আহত হয়েছে। তবে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।
মন্তব্য করুন