কুলাউড়ায় ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

October 20, 2020,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে খলিল (৪০) নামক এক ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশকে না জানিয়ে লাশ শ্রমিকের গ্রামের বাড়ি সাতক্ষিরা জেলায় পাঠিয়ে দেযা হয়েছে।
স্থানীয় লোকজন ও কুলাউড়া হাসপাতাল সুত্রে জানা যায়, রোববার ১৯ অক্টোবর বেলা ২টা ৪০ মিনিটে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসে খলিল (৪০) নামক এক ইটভাটা শ্রমিককে। হাসপাতালে নিয়ে আসার পর কুলাউড়া হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ওই শ্রমিককে মৃত ঘোষণা করে। হাসপাতালের রেজিস্টারে নিহত খলিলের পিতার নাম আরিজুন গ্রাম রামপাশা আরব ব্রিকফিল্ড উল্লেখ করা হয়।
হাসপাতাল থেকে লাশ নিয়ে বিষয়টি পুলিশকে না জানিয়ে অ্যাম্বুলেন্স যোগে সাতক্ষিরা জেলায় পাঠিয়ে দেয় ব্রিকফিল্ড মালিক। বিষয়টি এলাকায় মানুষের জানাজানি হলে শুরু হয় আলোচনা সমালোচনা।
ব্রিকফিল্ড মালিক কালাই মিয়া জানান, শ্রমিক খলিল অসুস্থ ছিলো। হঠাৎ মারা গেছে। তার লাশ সাতক্ষিরায় পাঠিয়ে দেয়া হয়েছে। নিহত খলিলের সঠিক ঠিকানা বলতে রাজি হননি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, বিষয়টি আমি জানি না। বিষয়টি এখনই তদন্ত করে দেখছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com