কুলাউড়ায় উদীচীর সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

September 19, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত পৌর শহরের মাগুরাস্থ রুদ্রবীণা সংগীত বিদ্যালয়ে প্রশিক্ষণটি পরিচালিত হয়।

সকাল সাড়ে ১০ টায় জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে দিনব্যাপী এ কর্মশালার শুরু হয়।

উদীচী কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের সঞ্চালনায় এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক  বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সাংগঠনিক সম্পাদক কঙ্কন নাগ, প্রচার সম্পাদক আরিফ নুর এবং মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী। এছাড়াও বক্তব্য রাখেন উদীচীর কুলাউড়া শাখার সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, বর্তমান সহসভাপতি অমলেন্দু চক্রবর্তী বিপুল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীচী কুলাউড়া শাখার সাবেক সহ সভাপতি আব্দুল লতিফ, বর্তমান সহ সভাপতি সৈয়দা শাহ লতিফা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অনিরুদ্ধ রায় চন্দন, সাংগঠনিক সম্পাদক জেবুল আহমদ সেবুল, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ ঘোষ, নির্বাহী সদস্য শিক্ষক সুরমান আলী, এইচ ডি রুবেল, শাকির আহমদ, প্রভাষক আব্দুল খালিক-সহ প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় কুলাউড়া উপজেলার উদীচীর ৭০ জন কর্মী-সংগঠক অংশগ্রহণ করেন।

কর্মশালা সমন্বয়কারী নির্মাল্য মিত্র সুমন বলেন, ‘প্রশিক্ষকেরা অংশগ্রহণকারীদের একাধিক সেশনে সংস্কৃতির রূপান্তর, দেশিয়-আর্ন্তজাতিক ক্ষেত্রে সংস্কৃৃতির সঙ্কট ও সাংস্কৃতিক কর্মীদের করণীয় এবং সংগঠনের গঠনতান্ত্রিক শৃঙ্খলা ও উদীচী কর্মীদের দায়-দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com