কুলাউড়ায় এমপি সুলতান মনসুরের ‘ইদ উপহার’ পেলেন খাদেমরা

July 19, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বরাদ্দ থেকে পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন মাজারের খাদেমদের ইদ উপহার হিসেবে নগদ ২ লাখ ৯০ হাজার টাকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার ১৯ জুলাই দুপুরে পৃথিমপাশার নবাব বাড়িতে এমপির পক্ষে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করেন এমপির প্রতিনিধি কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ব্যবসায়ী নেতা সফিকুল ইসলাম জাহেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা হোসেন মনসুর, ছয়ফুর রহমান ছয়ফুল, শ্রমিকলীগ নেতা আহবাব হোসেন রাসেল, কাদিপুর যুব সমাজের বোর্ড চেয়ারম্যান আব্দুল নাহিদ চৌধুরী প্রমুখ।
আলী ওয়াজিদ খান বাবু জানান, উপজেলার বিভিন্ন মাজারের ৫৮ জন খাদেমদের মধ্যে জনপ্রতি নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com