কুলাউড়ায় কুখ্যাত আসামী ফুলসহ গ্রেফতার ৩

May 19, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া থানা পুলিশের অভিযানে কুখ্যাত আসামী মোস্তাফিজুর রহমান প্রকাশ ফুল মিয়াসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায় জানান কুলাউড়া থানা পুলিশ গত মঙ্গলবার রাতে এক অভিযান চালিয়ে একাধিক মামলার কুখ্যাত আসামী উত্তর জয়াপাশা নিবাসী মন্তাজ আলীর পুত্র মোস্তাফিজুর রহমান প্রকাশ ফুল মিয়া ও তার দু’সহযোগী শিবির রোড নিবাসী মৃত মনির প্রকাশ মতিন মিয়ার পুত্র হৃদয় আহমদ প্রকাশ বাহার প্রকাশ রাসেল ও মেরিনা চা বাগান নিবাসী আশরাফ আলীর পুত্র ইসলাম হোসেন অপুসহ ৩ জনকে কাদিপুর ইউনিয়ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
ওসি জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। বুধবার গ্রেফতারকৃত আসামীদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি জানান চুরি, ডাকাতি প্রতিরোধ ও কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কুলাউড়া থানা পুলিশের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com