কুলাউড়ায় কৃতি ছাত্র সোহানের মৃত্যুবার্ষিকী পালন

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার কৃতি ছাত্র, আমেরিকায় দুর্ঘটনায় নিহত আহমদ জে. সোহান এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে’ এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক এর পরিচালনায় সোমবার সকাল ১১ ঘটিকায় স্কুলের হলরুমে অনুষ্ঠানে কৃতি ছাত্র সোহান এর স্মৃতিচারণ করে আলোচনায় অংশ নেন গণকিয়া দাখিল মাদরাসার সুপার হাফিজ মোঃ আনসার উদ্দিন, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজর প্রভাষক মোঃ খালিক উদ্দিন, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. দুদু মিয়া তানভীর। এছাড়া অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্য, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুলাউড়া সরকারি কলেজর প্রাক্তন জিএস, আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন আহমদ ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক জাহানার আহমদ লক্ষ্মী’র একমাত্র পুত্র আহমদ জে. সোহান ২০১০ সালের ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।
মৃত্যুর পর শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী এলাকায় তার স্মৃতি রক্ষার্থে পরিবারের পক্ষ থেকে ‘আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হয়।
মন্তব্য করুন