কুলাউড়ায় কৃষি ও মাছ ধরার উপকরণ নিয়ে ৩ দিনব্যাপী বারুনি মেলা শেষ হয়েছে

March 22, 2023,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ার টিলাগাঁওয়ের লালবাগে ৫শত বছরের পুরনো ঐতিহ্যবাহী বারুনি উৎসবের সমাপ্তি হয়েছে। মেলায় কৃষি উপকরণ ও মাছ ধরার প্রয়োজনীয় উপকরণ সবচেয়ে বেশী স্থান পায়।

প্রতিবছর চৈত্র মাসের মধু কৃঞ্চা তিথিতে বিভিন্ন জায়গা থেকে আগত পূর্ণার্থীরা মনু নদীতে স্নানের মাধ্যমে শুরু হয় হিন্দু ধর্মাবলম্বীদের পূজা-পার্বন। এ উপলক্ষে নদী পাড়ে বিভিন্ন কৃষি পন্য নিয়ে বসে বারুনি মেলা।

৩ দিনব্যাপী এ মেলা শেষ হয় মঙ্গলবার ২১ মার্চ রাতে। সারা বছর স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা অধীর অপেক্ষায় থাকেন বারুনি মেলা থেকে কৃষি ও মাছ ধরার উপকরণ ক্রয়ের জন্য।

মেলায় কৃষিকাজ ও মাছ ধরার প্রয়োজনীয় জিনিষ সবচেয়ে বেশী স্থান পায়। স্থানীয় ভাবে তৈরী কৃষিকাজে ব্যবহৃত লাঙ্গল, জোয়াল, ছাতা, ডালা, কুলা, কোদাল, খন্তে, কাস্তে, দা সহ অন্যান্য পণ্যের দোকান বসে। অপর দিকে মাছ ধরার জাল, ঢরি, পারন, সহ বিভিন্ন ধরনের পন্যের দোকান বসে মেলায়। এছাড়াও গৃহস্থালীতে ব্যবহৃত নানা সামগ্রীসহ ধানের খৈ ও খেলনার দোকান বসে। মেলায় বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতা ও বিক্রেতা এসব পণ্য ক্রয় করতে ভীর জমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com