কুলাউড়ায় কোভিড-১৯ লাশ দাফন টিমকে সংবর্ধিত করলো খালেদ খাঁন ক্রিড়া চক্র

কুলাউড়া প্রতিনিধি॥ মহামারি করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফনের কাজে কুলাউড়ায় স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে কোভিড-১৯ লাশ দাফন টিম নামে একদল স্বেচ্ছাসেবী, মানবতার ফেরিওয়ালা হিসেবেই ইতিমধ্যে বেশ পরিচিতি আর সুনাম অর্জন লাভ এই টিমের সদস্যবৃন্দরা । করোনায় কারো মৃত্যু হলে অনেক পরিবারের সদস্য বা স্বজনেরা মৃতদেহ দাফন করতে এগিয়ে আসে না। সেখানে মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে করোনার শুরু থেকে উপজেলায় নিরলস ও নিস্বার্থভাবে এ কাজ করে যাচ্ছে এই স্বেচ্ছাসেবীরা।
১২ এপ্রিল থেকে এখন অব্দি মৌলভীবাজার জেলার ৩টি উপজেলায় মোট ৯ জনের লাশ দাফন কাজ সম্পন্ন করেছে মানবতার ফেরিওয়লা এ যুবকরা। শুধু করোনা নয়, যদি কোনো ব্যক্তির দাফনের কাজ সম্পন্ন করতে আর্থিক সমস্যা হয় তার দায়িত্বও নেন তারা। এমনকি দূর থেকে মৃতদেহ আনতে যদি কোনো সমস্যা হয় তাদেরও অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করা হয়।
কোভিড-১৯ লাশ দাফন টিমের এ কাজকে সাধুবাদ জানিয়ে এবং শ্রদ্ধা প্রদর্শন করতে কুলাউড়া উপজেলার জনপ্রিয় ক্রিড়া সংগঠন খালেদ খাঁন ক্রিড়া চক্র মঙ্গলবার সন্ধায় এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করে, সংগঠনের পক্ষ থেকে কোভিড-১৯ লাশ দাফন টিমের ১৮ জন সদস্যকে সংবর্ধনা প্রদান করে।
সংগঠনের চেয়ারম্যান খালেদ খাঁনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সুদিপ আচার্য্যের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবধিকার কমিশন কুলাউড়া উপজেলা শাখার সম্পাদক আহবাব হোসেন রাসেল, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন নোমান, সংগঠনের সভাপতি তানবির আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রবিনসহ খালেদ খাঁন ক্রিড়া চক্রের সকল সদস্যবৃন্দ।
মন্তব্য করুন