কুলাউড়ায় গাঁজা-ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

May 19, 2022,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ মে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়ের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ব্রাহ্মণবাজার ও বরমচাল ইউনিয়নে দুটি পৃথক অভিযানে মাদকসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার এসআই নাঈমুল হাসানসহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া বাজার থেকে মাদক ব্যবসায়ী দক্ষিণ হিঙ্গাজিয়া নিবাসী মো. মুজিবুর রহমানকে (৩৮) ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
অপর অভিযানে এসআই আব্দুর রহমান জিবানসহ সঙ্গীয় ফোর্সসহ বরমচাল ইউনিয়নের উসমানপুর এলাকা থেকে আলীনগর নিবাসী মো. বাদল মিয়াকে (৩০) ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন।
ওসি বিনয় ভূষন রায় জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com