কুলাউড়ায় গাঁজা-নগদ টাকা সহ মাদক কারবারি  আটক

August 5, 2021,
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলা থেকে গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি সীতা রাম ছত্রী (৫৫)কে র‌্যাব ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে আটক করা হয়।
বৃহস্পতিবার ৫ আগস্ট সকাল ১০ টার দিকে ক্লিভডন চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।  আটককৃত সীতা রাম ছত্রী ক্লিভডন চাবাগানের মৃত প্রমন ছত্রীর ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন, র‌্যাব ৯ এর পুলিশ পরিদর্শক ইকবাল পারভেজ সহ অন্যান সদস্যরা।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ক্লিভডন চা বাগান এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও নগদ ১৭ হাজার টাকাসহ সীতা রাম ছত্রীকে আটক করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে এর আগেও মাদকের মামলার রয়েছে।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com