কুলাউড়ায় গাড়ি উল্টে প্রাণ গেল

October 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় মালবাহী গাড়ি উল্টে ছায়াব উদ্দিন (৫২) নামে ১ জন নিহত হয়েছেন। নিহত ছায়াব উদ্দিন জুড়ী উপজেলার জালালপুর এলাকার বাসিন্দা।

বুধবার ১৪ অক্টোবর রাতে উপজেলার মেরিনা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জুড়ী থেকে ছায়াব উদ্দিন কুলাউড়ার মেরিনা চা বাগানে জাম্বুরা কিনতে এসেছিলেন। সেখান থেকে জুড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর পথিমধ্যে মালবাহী গাড়িটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছায়াব উদ্দিন মারা যান। গাড়িতে থাকা অপর দুজন প্রাণে বেঁচে গেছেন।

কুলাউড়া থানার এসআই আবুল বাশার  বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতারের মর্গে পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com