কুলাউড়ায় জনসাধারনের মাঝে পুলিশের মাস্ক বিতরণ

July 27, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ মহামারি করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে জনসাধারনের সু-রক্ষায় মৌলভীবাজার পুলিশ সুপারের নির্দেশে ও কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় ২৬ জুলাই রোববার কুলাউড়ার শহরের পথচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার জনতার মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও ওসি ইয়ারদৌস হাসানের সার্বিক তত্বাবধানে রোববার কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে এসআই সনকসহ পুলিশ মাক্স পরিধানের বিষয়ে শহরে মাইকিং করে জনসাধারনকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। এসময় শহরে চলাচলকারী টেলাগাড়ী, সিএনজি, রিক্সা চালকসহ বিভিন্ন শ্রেনী পেশার জনতার মাঝে মাস্ক বিতরণ করা হয়।

ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান মানবতা জয় করার মহৎ উদ্দেশ্য সফল করার লক্ষে পুলিশ সুপার এর নির্দেশে কুলাউড়া থানা পুলিশ কুলাউড়াবাসীকে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা করাসহ মাস্ক বিতরন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com