কুলাউড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে এমপির পক্ষে পুষ্পার্ঘ অর্পণ
August 15, 2021,

স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে।
রোববার ১৫ আগস্ট উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মুর্যালে এমপির পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাইী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ফেরদৌস আক্তার, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, এমপির প্রতিনিধি শফিকুল ইসলাম জাহেদ, হোসেন মনসুর উদ্দিন, ছয়ফুর রহমান, আহবাব হোসেন রাসেল, আব্দুল নাহিদ চৌধুরী, এমপির এপিএস শেখ রুহেল প্রমুখ।
মন্তব্য করুন