কুলাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে শিশুর মৃত্যু

January 19, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ট্রেন দেখে দৌড়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আলভি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ১৮ জানুয়ারি সকালে কুলাউড়া উপজেলার বরমচাল রেল স্টেশনের কাছে খাদিমপাড়া এলাকায় এক স্কুল ছাত্র ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, আলভী বরমচাল নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। আলভী ট্রেন দেখে ভয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সে বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শামীম উদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বরমচাল রেল স্টেশন অতিক্রম করার পর শিশু আলভী ট্রেন দেখে হতস্তম্ভ হয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করে। এসময় সে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রবিন খাঁন স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার দুপুর ১২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বরমচাল স্টেশন থেকে কুলাউড়া রেলস্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় বরমচালের খাদিমপাড়া এলাকায় ট্রেনটি পৌঁছলে শিশু আলভি ট্রেন দেখে দৌড়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ১৫ জানুয়ারি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর এলাকায় পারাবত ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত যুবকের নাম আব্দুল ওয়াহিদ (২২)। তিনি কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর গ্রামের মৃত দছু মিয়ার পুত্র।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com