কুলাউড়ায় ডাকাতি প্রতিরোধে রাতভর পুলিশ-জনতার যৌথ পাহারা

November 24, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ডাকাতি প্রতিরোধে পুরো উপজেলা জুড়ে রাতভর পুলিশ-জনতা যৌথ পাহারা দিয়েছে।
মৌলভীবাজার জেলাকে ডাকাতমুক্ত রাখতে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশে সোমবার ২৩ নভেম্বর রাত সাড়ে ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত এ মহড়া দেয় কুলাউড়া থানা পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় এবং ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ-জনতার যৌথ মহড়াটি কুলাউড়া থানা থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। মহড়ায় কুলাউড়া থানার এসআই সনক কান্তি দাস, এসআই রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় তিন শতাধিক জনতা অংশগ্রহণ করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, সকলের সহযোগিতায় কুলাউড়া উপজেলাকে ডাকাতমুক্ত রাখতে চাই। এ পাহারাটি অব্যাহত থাকবে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com