কুলাউড়ায়  দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

October 14, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নে ‘টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠন এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে বস্ত্র হিসেবে শাড়ী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় পাল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার ১৩ অক্টোবর বেলা ১১টায় বস্ত্র বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠনের প্রধান সমন্বয়কারি ও বাংলাটিলা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ সৈয়দ মো. আব্দুস শহীদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক, আল ইসলাহ নেতা ডা. মো. কেরামত আলী, টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও এনজিও সাঁকো’র নির্বাহী পরিচালক শামীম আহমদ, টিলাগাঁও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বীরেন্দ্র বৈদ্য, জেলা যুব সংহতির সহ-সভাপতি ও তালুকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম উদ্দিন তালুকদার, ইউপি সদস্য ফারুক আহমদ চৌধুরী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমদ, সংগঠনের সহ-সভাপতি লুৎফুর রহমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুনাব আলী। সংগঠনের দেশীয় সমন্বয়কারী মাও. ইব্রাহিম আলীর পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক আনকার হোসেন, ইউনিয়ন তালামীয়ের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান জীবন, নকুল কুমার সূত্রধর, প্রবাসী জুয়েল আহমদ, ছাত্রদল নেতা মো. আজমল মিয়া ও রাজ আহমদ মারজান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫০ জন অসহায় ও দরিদ্র পূজারীদের হাতে বস্ত্র হিসেবে শাড়ী তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত সংগঠনের প্রবাসী নেতৃবন্দ ইউনিয়নের অসহায় মানুষের পাশে খাদ্রসামগ্রী প্রদান, ঈদসামগ্রী প্রদান, নগদ টাকা বিতরণ ও চিকিৎসাসেবায় অনুদানের পাশাপাশি এবার দুর্গাপূজায় পূজারীদের মাঝে বস্ত্র বিতরণ করেন। সার্বিক তত্ত্বাবধান করেন দেশীয় সমন্বয়কারিগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com