কুলাউড়ায় নৌকার মাঝি হলেন যারা

এইচ ডি রুবেল॥ আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে কুলাউড়ার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে কুলাউড়ার ১৩ ইউনিয়নের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
উখ্যে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে ২ নভেম্বর পর্যন্ত। প্রার্থীতা যাচাই-বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর।
মঙ্গলবার ২৬ অক্টোবর বেলা ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।এর আগে সোমবার (২৫ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগের ঘোষণা অনুযায়ী নৌকার মনোনয়ন পেয়েছেন কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে আবুল হোসেন খসরু, ভূকশিমইল ইউনিয়নে মো. মইনুল ইসলাম, ভাটেরা ইউনিয়নে জুবায়ের সিদ্দিকী সেলিম, জয়চন্ডী ইউনিয়নে আব্দুর রব মাহবুব, ব্রাহ্মণবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মমদুদ হোসেন, কাদিপুর ইউনিয়নে ছালিক আহমদ, কুলাউড়া সদর ইউনিয়নে মোছাদ্দিক আহমদ নোমান, রাউৎগাঁও ইউনিয়নে মোঃ আকবর আলী, টিলাগাঁও ইউনিয়নে মোঃ আব্দুল মালিক, হাজীপুর ইউনিয়নে ওয়াদূদ বক্স, শরীফপুর ইউনিয়নে মোঃ চিনু মিয়া, পৃথিমপাশা ইউনিয়নে মোঃ আব্দুল মন্নাফ ও কর্মধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান।
মন্তব্য করুন