কুলাউড়ায় পরোয়ানাভূক্ত দুই আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভূক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ৮ ডিসেম্বর রকুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় ফোর্সসহ নন জিআর ৪৪/২১ (শ্রীমঙ্গল) এর পরোয়ানাভূক্ত আসামী ফয়সাল আহমদকে উপজেলার কৌলা গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ফয়সাল উপজেলার কৌলা গ্রামের তছির আলীর ছেলে।
একই দিন মধ্যরাতে কুলাউড়া থানার আরেকটি অভিযানে এসআই পরিমল চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ সিআর ৩৫৫/২১ (মাধবপুর) এর পরোয়ানাভূক্ত আসামী প্রেম লাল কেউটকে হিংগাজিয়া চা বাগান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
ধৃত প্রেম লাল কুলাউড়া থানার হিংগাজিয়া চা বাগানের রুপ নারায়ন কেউটের ছেলে । কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভূক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন