কুলাউড়ায় পৌঁছেছে অ্যাস্ট্রোজেনেকার দ্বিতীয় ডোজ, দেয়া হবে ৮ ও ৯ আগস্ট 

August 6, 2021,
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলায় দীর্ঘ প্রতিক্ষার পর অ্যাস্ট্রোজেনেকা (পূর্বের ভ্যাকসিন) এর দ্বিতীয় ডোজ অবশেষে সরবরাহ করা হয়েছে।
শুক্রবার ৬ আগস্ট অ্যাস্ট্রোজেনেকার দ্বিতীয় ডোজ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার পর টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই মো. আফতাব উদ্দিন।
আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন জানান, অ্যাস্ট্রোজেনেকা (পূর্বের ভ্যাকসিন) এর ১ম ডোজ নেয়ার পর ২য় ডোজ নেয়ার জন্য সরবরাহ না থাকায় ১ হাজার ৮ শত জন বঞ্চিত হন। পরবর্তীতে দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে শুক্রবার ১৮০০ জনের মধ্যে ১৭০০ জনের ২য় ডোজের টিকা সরবরাহ করা হয়েছে। ইতিমধ্যে বাদ পড়া টিকা গ্রহণকারীদের মধ্যে টিকা প্রদানের ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও জানান, রোববার ৮ আগস্ট ও সোমবার ৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাস্ট্রোজেনেকা (পূর্বের ভ্যাকসিন) এর দ্বিতীয় ডোজ দেয়া শুরু করা হবে। তবে এ দু’দিন সিনোফার্মার চলমান ভ্যাকসিন কার্যক্রম বন্ধ থাকবে।
ডা.জাকির ২য় ডোজের বাদ পড়াদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে রোব ও সোমবার ভ্যাকসিন গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com