কুলাউড়ায় প্রতিদিনের সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

May 29, 2017,

এইচ ডি রুবেল॥ বর্ণাঢ্য আয়োজনের র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে কুলাউড়ায় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৫ মে বৃহস্পতিবার সন্ধ্যায় সাপ্তাহিক মানব ঠিকানার কার্যালয়ে প্রতিদিনের সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রতিদিনের সংবাদের কুলাউড়া বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি সেলিম আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র মীর বহর, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখ্স, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, ব্যংকার প্রদীপ কান্ত দত্ত, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, মানব ঠিকানার সিনিয়র রিপোর্টার জসীম চৌধুরী, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক নাজমুল ইসলাম, সাপ্তাহিক সংলাপের বার্তা সম্পাদক আব্দুল কুদ্দুছ, ডেইলী ষ্টারের বিশেষ প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, ফটো সাংবাদিক জুয়েল দেব, জাতীয় সাপ্তাহিক অর্থকাল’র মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল, সিলেট বাণী প্রতিনিধি আব্দুল আহাদ, সাপ্তাহিক জনতার নিঃস্বাস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন ও সাংবাদিক সুমন আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিদিনের সংবাদ সকল শ্রেণীর পাঠকের কাছে সমান ভাবে জনপ্রিয়। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে প্রতিদিনের সংবাদ-এর সাফল্য ও গৌরবগাথা ঈর্ষণীয়। আমাদের বিশ্বাস এ ধারাবাহিকতা অব্যাহত রেখে পত্রিকাটি নিরপেক্ষতা ও নিষ্ঠতার মাধ্যমে আগামীতে গৌরব উজ্জল ভূমিকা অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com