কুলাউড়ায় বঙ্গমাতার জম্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে সোমবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জম্মবার্ষিকী উদযাপন করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার এর সভাপতিত্বে ও রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম এর পরিচালনায় পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, বরমচাল ইউপি চেয়ারম্যান মোঃ খোরশেদ আহমদ খান সুইট প্রমুখ। অনুষ্ঠানে মহিলা বিষয়ক কার্যালয়ের অসচ্ছল প্রশিক্ষনপ্রাপ্ত অসহায়-দুঃস্থ ১০ মহিলার মধ্যে ১টি করে সেলাই মেশিন ও অসহায়-দুঃস্থ ১০ মহিলার মধ্যে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
মন্তব্য করুন