কুলাউড়ায় বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

January 18, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার ১৮ জানুয়ারি বিকেল ৫টায় কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্ঠা শফিউল আলম চৌধুরী নাদেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। সংগঠনের সহ-সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রায়হানুল ইসলাম রাহীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের সভাপতি রহমত আলী সোয়েব, বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার সিলেট বিভাগীয় অনুদান কমিটির সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সাংবাদিক মহি উদ্দিন রিপন, আজহার মুনিম শাফিন, ছাত্রলীগ নেতা তানিম ইকবাল চৌধুরী, সাংবাদিক সৈয়দ হিমেল রহমান, মিফতা আহমেদ রাফি প্রমুখ। এসময় প্রায় অর্ধ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্ঠা শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় শফিউল আলম চৌধুরী নাদেলকে সংগঠনের পক্ষ থেকে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি নুরুল আমিন বখশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com