কুলাউড়ায় বন্যার্তদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

June 20, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। রোববার ১৯ জুন বিকেলে পৌরসভা ও কাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া অসহায় মানুষদের মাঝে তিনি শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা স্কাউট সম্পাদক সোহেল আহমদ, সহকারী স্কাউট কমিশনার (প্রোগ্রাম) সামসু উদ্দিন বাবু প্রমুখ।
পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে বন্যা পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেছি। অনেক এলাকায় পানি ঢুকেছে। পানিবন্দি মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন,দুর্যোগপূর্ণ অবস্থায় জেলা প্রশাসন সবসময় কুলাউড়াসহ জেলার মানুষের পাশে আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com