কুলাউড়ায় বিকাল ৩টার পর দোকান খোলা রাখায় ৭ হাজার টাকা জরিমানা

April 18, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিকাল ৩টার পর দোকান খোলা রাখায় ৬টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ১৭ এপ্রিল বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে করোনাকালীন সময়ে বিকাল ৩টার পর দোকান খোলা রাখায় পৌর শহরের আউটার এলাকায় অভিযান চালিয়ে ৬টি মামলায় ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী সময় কুলাউড়াকে বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে ৩টার পর দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করার দায়ে এ জরিমানা করা হয়েছে। তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com