কুলাউড়ায় বিনামূল্যে এন সি ৮১ ব্যাচের অক্সিজেন সেবা

August 14, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা প্রদান করবে এসএসসি ব্যাচ ৮১ কুলাউড়া।
বৃহস্পতিবার ১২ আগষ্ট সকালে শহিদ মিনার প্রাঙ্গনে এসএসসি ব্যাচ ৮১ কুলাউড়ার বন্ধুমহলের উপস্থিতিতে আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ৫ টি অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কুলাউড়া ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, বরমচাল স্কুল এন্ড কলেজের প্রভাষক সি এম জয়নাল আবেদিন, কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সিপার আহমেদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন এসএসসি ব্যাচ ৮১ কুলাউড়ার খালেদ পারভেজ বক্স, হাবিবুর রহমান সেলিম, কামরুজ্জামান সেলিম, রতিশ চক্রবর্তী, অমলেন্দু চক্রবর্তী বিপুল, মুজিব, সজল প্রমুখ।
জানা যায়, অক্সিজেন সিলিন্ডার গুলো বদরুজ্জামান সজলের নিয়ন্ত্রণে থাকবে এবং প্রয়োজন অনুসারে যোগাযোগ করলে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা প্রদান করবে এসএসসি ব্যাচ ৮১ কুলাউড়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com